Amar Dukkhe Tumi Chords Sung by Iman Chakraborty & Silajit given below. Anupam Roy has composed the Music and also penned the Lyrics. Lets break down the chords progression of the song.
Chords Used: D F#m G A
Capo: No Capo
Tuning: Standard
Amar Dukkhe Tumi Chords Progression
D
তোমার দুঃখে আমি
F#m
আমার দুঃখে তুমি,
G A
আমাদের এই বেঁচে থাকা।
D
আকাশ শূন্য করে
F#m
পাখিদের ঝাঁক চলে,
G A
যাওয়ার দৃশ্য মনে রাখা।
D
হুম হুম হুম
D
তোমার দুঃখে আমি
F#m
আমার দুঃখে তুমি,
G A
আমাদের এই বেঁচে থাকা।
D
আকাশ শূন্য করে
F#m
পাখিদের ঝাঁক চলে,
G A
যাওয়ার দৃশ্য মনে রাখা।
D
হুম হুম হুম
D
ভেঙে যাওয়া মিছিলের
Em
পথে পড়ে থাকা
A D
চেনা কোনো স্লোগানের শব্দমালা,
D
তেমন শব্দ কিছু
E
ছিলো না কারোর তাই
A D
শুনতে পাইনি আমি বদ্ধ কালা।
Bm G A
ক্ষত তার বাজে নূপুরে
Bm A
সুর সুরে, ক্লান্ত দেহে।
D
গাছের কোটরে আমি
F#m
মুখ গুঁজে একা একা,
G A
ফিসফিস করে বলি কথা।
D
সেই কথা রাত হলে
F#m
প্যাঁচাদের পালকে,
G A
ঝরে যাওয়া সময়ের ব্যথা।
D
হুম হুম হুম
D Em
মিথ্যে শহরের এক ব্যস্ত সকাল
A D
আমাকে ডাকছে ভেবে একটু থামি,
D E
আসলে আমার কোনো প্রয়োজনই নেই
A D
ব্যর্থতা বুকে নিয়ে দাঁড়াই আমি।
Bm G A
গ্রীষ্মের পোড়া দুপুরে
Bm A
ঘুরে ঘুরে, ক্লান্ত দেহে।
D
তোমার দুঃখে আমি
F#m
আমার দুঃখে তুমি,
G A
আমাদের এই বেঁচে থাকা।
D
আকাশ শূন্য করে
F#m
পাখিদের ঝাঁক চলে,
G A
যাওয়ার দৃশ্য মনে রাখা।
D
হুম হুম হুম..
D
গাছের কোটরে আমি
F#m
মুখ গুঁজে একা একা,
G A
ফিসফিস করে বলি কথা।
D
সেই কথা রাত হলে
F#m
প্যাঁচাদের পালকে,
G A
ঝরে যাওয়া সময়ের ব্যথা।
D
হুম হুম হুম..
Audio Credits:
Song: Amar Dukkhe Tumi
Singers: Iman Chakraborty & Silajit
Music & Lyrics: Anupam Roy
Arrangement & Programming: Shamik Chakravarty
Mixed & Mastered by: Anindit Roy
Cast: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumder, Lily Chakraborty, Ambarish Bhattacharya, Sudip Mukherjee
Produced By: Surinder Films Pvt. Ltd.